|
ওয়াশিংটন ডিসি'র এনাকস্টিয়াা নদীর কিনার থেকে সুনীল আকাশ |
ইংরেজী বছরের শেষ দিন, বিদায় ২০১৯! ভোর থেকেই অসংখ্য নববর্ষের শুভেচ্ছা বার্তায় ভারী হয়ে উঠেছে আমার ফোনের স্ক্রিন। ঢাকা থেকে ক্রীসমাস ডে তে ডিসিতে ফিরেছি। এসেই অসুস্থ। ডাক্তার দেখে শুনে বললেন, ঠান্ডা বাঁধিয়েছ, ব্রঙ্কাইটিস। অফিস বন্ধ। বাসায় বন্দী। কাশি। শুয়ে বসে বড্ডো অস্বস্তিতে বসবাস। বিপদ সর্বত্র। বাবা অসুস্থ। এ বছর এ নিয়ে চারবার দেশে গেলাম। তার আরোগ্যের শুভ কামনায় ও প্রার্থনায় আমরা সবাই অস্থির সময় কাটাচ্ছি। তারপরও জীবনের চাকা চলে, চালাতেও হয়। এর মাঝে যারা ইংরেজী নতুন বর্ষ উদযাপন করছেন, তাদের সবাইকে জানাই
শুভ নববর্ষ।
কিন্তু আমার নতুন বছর শুরু হয় বৈশাখের প্রথম দিন। সেই অপেক্ষায় আছি। ইংরেজ আর ইংরেজীর অত্যাচারে সবই হারিয়েছি, থাকুক না আমার বাংলা নববর্ষ,আমার নিজস্ব পরিচয়ে আর অহংকারে। এই হিমশীতল শুস্কতায় অপেক্ষায় আছি করুণার। অপেক্ষায় আছি আনন্দঘন নতুন সকালের।