বিজয়ের উৎসবে বাংলাদেশ পার করল তার চল্লিশ বছর। এবারের ১৬ই ডিসেম্বরে আমরা আবারও লাল-সবুজের পতাকা তুলে ধরেছি হৃদয়ে ও আনন্দে উদ্বেলিত হাতে। দেশে ও বিদেশের মাটিতে অহংকারের সাথে উদযাপন করছি বিজয়ের চল্লিশ বছর। লাল-সবুজের পতাকায় ছেয়ে গেছে আমাদের চার পাশ। মুক্তিযুদ্ধের বিজয় নিয়ে আমাদের গর্ব ও গৌরব সগর্বে প্রচারিত হচ্ছে সর্বত্র। তাই, আমি বিজয়ের কথা শুনতে চাই।