শুভ ইংরেজী নববর্ষ। স্বাগত জানাই ২০১৮ সালকে। সাথে সাথে সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা। নতুন বছর ছড়িয়ে দিক শান্তি ও সাফল্য। নতুন বছরে আমার অঙ্গীকার হচ্ছে নিয়মিত লেখার চেস্টা করা। দেখা যাক, তার কতোটা সম্ভব হয়! প্রথম দিন তাই শুরু হলো ভার্জিনিয়ার মেসন নেক স্টেট পার্কে কিছু সময় কাটিয়ে। তারই কিছু ছবি সাজিয়ে দিলাম আপনাদের জন্য। পড়ন্ত বিকেলে আমি যখন পার্কে যাই,বাইরের তাপমাত্রা ২১ ডিগ্রী (সেলসিয়াসে -৬)। গাড়ী পার্ক করে সামনে হেঁটে এসে পটোম্যাক নদীর তীর। শীতের তীব্রতায় নদীও ঢেউ তুলতে ভুলে গেছে। জানুয়ারী মাসে ঠান্ডা পড়ে। তুষারপাতও হয়। গড়পড়তা এই সময় তাপমাত্রা দিনের বেলা ৪০ এর কাছে থাকে। এটা একেবারে রেকর্ড ভেঙ্গেছে। তা অনেক ব্যাপারেই মার্কিন রাজ্য ইদানীং রেকর্ড ভেঙ্গেছে।তাপমাত্রার এই নিম্নাঙ্ক তাই তেমন কোন ব্যাপারই না।
জানুয়ারী ০১, ২০১৮
স্বাগতম ২০১৮
শুভ ইংরেজী নববর্ষ। স্বাগত জানাই ২০১৮ সালকে। সাথে সাথে সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা। নতুন বছর ছড়িয়ে দিক শান্তি ও সাফল্য। নতুন বছরে আমার অঙ্গীকার হচ্ছে নিয়মিত লেখার চেস্টা করা। দেখা যাক, তার কতোটা সম্ভব হয়! প্রথম দিন তাই শুরু হলো ভার্জিনিয়ার মেসন নেক স্টেট পার্কে কিছু সময় কাটিয়ে। তারই কিছু ছবি সাজিয়ে দিলাম আপনাদের জন্য। পড়ন্ত বিকেলে আমি যখন পার্কে যাই,বাইরের তাপমাত্রা ২১ ডিগ্রী (সেলসিয়াসে -৬)। গাড়ী পার্ক করে সামনে হেঁটে এসে পটোম্যাক নদীর তীর। শীতের তীব্রতায় নদীও ঢেউ তুলতে ভুলে গেছে। জানুয়ারী মাসে ঠান্ডা পড়ে। তুষারপাতও হয়। গড়পড়তা এই সময় তাপমাত্রা দিনের বেলা ৪০ এর কাছে থাকে। এটা একেবারে রেকর্ড ভেঙ্গেছে। তা অনেক ব্যাপারেই মার্কিন রাজ্য ইদানীং রেকর্ড ভেঙ্গেছে।তাপমাত্রার এই নিম্নাঙ্ক তাই তেমন কোন ব্যাপারই না।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)