পৃষ্ঠাসমূহ

জানুয়ারী ০১, ২০১৮

স্বাগতম ২০১৮


শুভ ইংরেজী নববর্ষ। স্বাগত জানাই ২০১৮ সালকে। সাথে সাথে সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা। নতুন বছর ছড়িয়ে দিক শান্তি ও সাফল্য। নতুন বছরে আমার অঙ্গীকার হচ্ছে নিয়মিত লেখার চেস্টা করা। দেখা যাক, তার কতোটা সম্ভব হয়! প্রথম দিন তাই শুরু হলো ভার্জিনিয়ার মেসন নেক স্টেট পার্কে কিছু সময় কাটিয়ে। তারই কিছু ছবি সাজিয়ে দিলাম আপনাদের জন্য। পড়ন্ত বিকেলে আমি যখন পার্কে যাই,বাইরের তাপমাত্রা ২১ ডিগ্রী (সেলসিয়াসে -৬)।  গাড়ী পার্ক করে সামনে হেঁটে এসে পটোম্যাক নদীর তীর। শীতের তীব্রতায় নদীও ঢেউ তুলতে ভুলে গেছে। জানুয়ারী মাসে ঠান্ডা পড়ে। তুষারপাতও হয়। গড়পড়তা এই সময় তাপমাত্রা দিনের বেলা ৪০ এর কাছে থাকে। এটা একেবারে রেকর্ড ভেঙ্গেছে। তা অনেক ব্যাপারেই মার্কিন রাজ্য ইদানীং রেকর্ড ভেঙ্গেছে।তাপমাত্রার এই নিম্নাঙ্ক তাই তেমন কোন ব্যাপারই না।

আমি হাঁটার ট্রেইল ধরে হাঁটতে শুরু করলাম। বীচ ট্রেইল। নদীর তীর ঘেষে। এই বিকেল চারটায় একেবারে লোকশুণ্য। হেঁটে  সামনে এগোচ্ছি। গন্তব্য নদীর পাড়ে নামার। শামুক দেখা নয়। নদীর পাড়ে বরফ কতোটা জেঁকে বসেছে তাই দেখতে চাই।


কোন স্রোত নেই। সবকিছু তীব্র শীতের ছোঁয়ায় জমে আছে। সময় যেমন স্মৃতিতে জমে যায়। নদীও তেমন স্থবির হয়ে আছে। অপেক্ষমান একটু  উষ্ণতার জন্য।  আমি হাঁটতে থাকি। এগিয়ে যাই ট্রেইলের অন্য দিকে যেখানে নদীর পানি এসে অবসর নেয়। ব্যাঙ্গাচিগুলো অনবরত স্নান করে। দু'একটা কাঁকড়ে ঘুরে বেড়ায়। সেখানেও সব কিছু শুভ্রতার আচ্ছাদনে ঢেকে আছে।

আমি অবাক হয়ে থাকি। অন্য যে কোন সময় এই জায়গাটা আকাশ থেকে একটু নীল নিয়ে রঙিন হয়ে থাকত। রোদের আলায় আকাশের প্রতিফলন ছবি আকঁত। এখন সব থমকে গেছে। থেমে আছে। অপেক্ষায় আছে বসন্তের।


এবার আমি ট্রেইলের অন্য পাশ দিয়ে ঘন গাছের ভেতরে বাধাঁনো কাঠের ট্রেইল দিয়ে দ্রুত হাটঁছি। আমার কানটা ঠান্ডায় লাল হয়ে গেছে। দ্রুত গাড়ীর দিকে যাচ্ছি। এই পথ শেষ হতে আরও ১৫ মিনিট। ততক্ষণ জোর কদমে পা ফেলতে থাকি। গাড়ীতে গিয়ে দ্রুত হিটার ছেড়ে উষ্ণ হতে হবে।


গাড়ীর দিকে উঠার পূর্ব মুহুর্ত্ত্বে আরেকবার নদীর দিকে তাকালাম। ঠান্ডার ভয়ে বেচারা সূর্যও তড়িঘড়ি করে পালাতে চাচ্ছে। চারদিক নীল হয়ে উঠছে। আকাশ আর শীতার্ততা গ্রাস করছে পুরো পার্কে। এই শীতার্ত সন্ধ্যায় যাদের জীবনে ঘরে ফেরার কোন সুযোগ নেই তাদের জন্য ২০১৮ নিয়ে আসুক অনেক উষ্ণতা। এই কামনায় বিদায়। শুভ নববর্ষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন