পৃষ্ঠাসমূহ

ডিসেম্বর ০১, ২০১১

পটোম্যাক নদীর তীরে ডাইক মার্শ থেকে

ওয়াশিংটন ডিসি'র পাশ দিয়ে পটোম্যাক নদী বয়ে যাচ্ছে। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরের খুব কাছে ও জর্জ ওয়াশিংটন পার্কওয়ের পাশে পটোম্যাক নদীর তীরে অবস্হিত ডাইক মার্শ। বলা হয়ে থাকে, এই জলাভূমির বয়স প্রায় ৫ থেকে ৭ হাজার বছর। নদীর অববাহিকার এই অগভীর মার্শল্যান্ড বা জলাভূমিতে প্রকৃতি নিজ খেয়ালে সাজিয়ে তুলেছে ছোট বড়ো বিচিত্র গাছ আর বুনোফুল। দেখা যায় অসংখ্য রঙিন পাখি। এখানে তোলা ছবি নিয়ে দেখুন এই উপস্থাপনা:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন