পৃষ্ঠাসমূহ

ডিসেম্বর ১৪, ২০১১

২০ সেকেন্ডে মিথ্যে বলার প্রমাণ



ক্যালিফোর্নিয়ার বার্কলি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক সম্প্রতি গবেষণা করে বলছেন, মানুষের মুখভঙ্গী দেখে কুড়ি সেকেন্ডের মধ্যে নিশ্চিত করা যাবে মানুষটি মিথ্যে বলছে কি না। ২৪টি জুটিকে তাদের খারাপ সময়ের কথা বলতে বলেন যখন অন্য গবেষকরা তাদের ভিডিও বিশ্লেষণ করে তাদের পার্টনার বা অন্য জুটির কিছু প্রতিক্রিয়ামূলক ভঙ্গী চিহ্নিত করেন যা দেশে নিশ্চিতভাবে বলা যাবে তাদের সহযোগী মিথ্যে বলছে কি না।
অবশ্য তাদের ডিএনএর নমুনা দেখেও নিশ্চিত করা গেছে যে মিথ্যেবাদীদের জিনের রিসেপটরে কিছু সমস্যা রয়েছে যা মুখভঙ্গী ও আবেগীয় ভাব প্রকাশকে নিয়ন্ত্রণ করে। বৈজ্ঞানিক গবেষণা ছাড়াও দেশে একটা কথা ছিল, মিথ্যে বলা তো ওর রক্তের মধ্যে। এতো বছর পর বিজ্ঞানীরা এখন ডিএনএ'র নমুনা দেখে তাই প্রমাণ করছেন। তবে আচরণবিষয়ক মনোবিশারদরা দাবী করছেন মানুষের না বলা কথা বা মুখভঙ্গী দেখে সত্যি বোঝা যায় কথার মধ্যে সততা বা সত্যবাদিতা আছে কি না। তারা বলছেন, (১) আচরণগত অসঙ্গতি অথবা মুখভঙ্গীর দ্রুত পরিবর্তন, (২) অপলক দৃস্টিতে তাকিয়ে থাকা, (৩) কাশি অথবা অযথা গলা পরিস্কারের চেস্টা আর (৪) স্মিত হাসি যা দ্রুত এসে বড্ডো দ্রুত মিইয়ে যায় তা দেখেই বুঝা যায় মানুষটি সত্য না মিথ্যে বলছে। সূত্র: এমএসএনবিসি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন