এ বছরের অক্টোবর মাসের প্রথম দিকে গেলাম ভার্জিনিয়ার ফার্স্ট ল্যান্ডিং স্টেইট পার্কে। আটলান্টিক সমুদ্রের অববাহিকায় এই পার্ক প্রায় চার শ' বছরের ঐতিহাসিক সাক্ষী নিয়ে এখনও সগর্বে বিরাজ করছে। এই এলাকা দিয়েই শুরু হয় প্রথম অভিবাসন। বৃটিশদের জাহাজ এখানে নোঙর ফেলে। শুরু হয় নতুন পৃথিবীতে পুরনো পৃথিবী থেকে আসা মানুষের যাত্রা।
এখানে তোলা ছবির এলবাম উপভোগ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন