অবকাশ যাপনের গন্তব্য হিসেবে মহাশূণ্যের কথা সিরিয়াসলি ভাবতে পারেন। ভ্রমন বা অবকাশ যাপনের জন্য মহাশূণ্য এখনও কল্পকথার মতো অসম্ভব মনে হলেও তা খুব শীঘ্রই বিত্তবানদের সামর্থ্যের মধ্যে চলে আসবে। ভার্জিন গ্যালাকটিক ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে আগামী বছর থেকে তারা মহাশূণ্যের সাবঅরবিট যা পৃথিবী থেকে মাত্র ৬২ মাইল দূরে সেখানে অবকাশ যাপনের জন্য ফ্লাইট শুরু করবে। যাত্রী প্রতি খরচ মাত্র দু' লক্ষ ডলার।
ভার্জিনিয়ার ভিয়েনা শহরে অবস্হিত স্পেইস ভ্যানচার আরও কম দামে মাত্র এক লক্ষ ডলারে মহাশূণ্য ভ্রমনের জন্য রিজার্ভেশন নেওয়া শুরু করেছে। ধারণা করা হচ্ছে যে, ২০২১ সালের মধ্যে মহাশূণ্যে সৌখিন ভ্রমনকারীদের সংখ্যা প্রায় তের হাজারে পৌঁছাবে।
ভার্জিন গ্যালাকটিকের মহাশূণ্যে ভ্রমন নিয়ে একটি এনিমেটেড ভিডিও দেখুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন